ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রুশোর সাফল্যের পেছনে আছে বিপিএলের ভূমিকাও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
রুশোর সাফল্যের পেছনে আছে বিপিএলের ভূমিকাও

বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুব বেশি আসরে খেলেননি রাইলে রুশো। কিন্তু যখনই খেলেছেন পেয়েছেন সাফল্য।

২০১৮-১৯ ও ২০১৯-২ টানা দুই মৌসুমে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই রুশোই সফল হয়েছেন বাংলাদেশের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের জেতানোর পথে রুশো করেছেন ১০৯ রান। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর রুশো জানিয়েছেন, বিপিএল সাহায্য করেছে তাকে। কলপ্যাক চুক্তিতে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। ছয় বছর পর ফিরে এখন পর্যন্ত ৬৮ গড় ও ১৮৪.৭৮ স্ট্রাইক রেটে রান করেছেন রুশো।

নিজের এই সাফল্যের পেছনে উপমহাদেশের ভূমিকা বলতে গিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এটা প্রমাণ করেছি। কারণ, উপমহাদেশে অনেক খেলেছি আমি। পাকিস্তান, বাংলাদেশ, এমনকি দুবাইয়ে। গত কয়েক বছরে আমার খেলার উন্নতি হয়েছে। এখন আমি আরও বেশি স্বচ্ছন্দ আগের চেয়ে। ’

বিপিএল প্রসঙ্গে রুশো বলেছেন, ‘অবশ্যই সহায়তা করেছে। কয়বার খেলেছি? তিনবার। যদি ঠিকঠাক মনে করতে পারি, দুবার আমি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম। এদের অনেকের সঙ্গে ও বিপক্ষে অনেক খেলেছি আমি। ফলে (তাদের বিপক্ষে) কী আসছে, সেটি একেবারে অজানা ছিল না আমার। আমি বলব, অবশ্যই আজকের ম্যাচে সহায়তা করেছে। ’

প্রোটিয়া ব্যাটারের সাফল্যের পেছনে বিপিএলের ভূমিকা থাকতে পারে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও, ‘অবশ্যই থাকতে পারে। অস্বাভাবিক কিছু না। ওই অভিজ্ঞতা কাজে লাগতেই পারে। এটা আসলে ও–ই ভালো বলতে পারবে কেন ও ভালো করেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, ও অনেক ক্ষুধার্ত ছিল ভালো করার জন্য। ’

‘যেহেতু অনেক দিন পর এসেছে, ওর অনেক কিছু প্রমাণ করার আছে। ওর দেশের হয়ে খেলার একটা গর্ব আছে, সেটা ও ১০০ করার পর যে উদ্‌যাপন করেছে, সেটাতেও দেখা গেছে। কৃতিত্ব ওকে অবশ্যই দিতে হয় যেভাবে ও ব্যাট করেছে, আমাদের কোনো সুযোগই দেয়নি, যেটা আমরা বলতে পারতাম, ও রকম কিছু হলে হয়তো অন্য রকম হতো। সম্ভবত একটা হাফ চান্সের মতো ছিল (শুধু)। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।