মঞ্চ তৈরিই ছিল মোহাম্মদ মিঠুনদের। তৃতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল, জয় কেবল সময়ের ব্যাপার।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে তামিলনাড়ুকে ইনিংস ও ৪ রানের ব্যবধানে হারিয়েছে বিসিবি একাদশ। দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুকে ২৫২ রানে অলআউট করেছে তারা। তামিলানাড়ু সফরে চার দিনের দুই ম্যাচ সিরিজে বিসিবি একাদশ এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
প্রথম ইনিংসে অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও সাদমান ইসলামের ৮৯ রানে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে হারায় ৬ উইকেট।
তবে সেখান থেকে আদিত্য গণেশের ব্যাটে ৬ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করে তারা। আদিত্য ৪১ ও ৯ রানে অপরাজিত ছিলেন অজিত রাম। ইনিংস হার এড়াতে হাতে ৪ উইকেট নিয়ে শেষদিনে তামিলনাড়ুকে করতে হতো ১২৩ রান।
এদিন শুরুতেই ফেরেন গণেশ। যদিও অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট অষ্টম উইকেটে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন। ইনিংস হার প্রায় এড়িয়েই ফেলছিলেন তারা। দুজনে পেয়েছেন ফিফটি।
তবে ১ রানের ব্যবধানে দুজনেই ফিরে গেলে ২৫২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। অজিত ৫৫ ও অশ্বিন করেন ৫৭ রান। বাংলাদেশের পক্ষে বাহাঁতি স্পিনার তাইজুল নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজার শিকার ২ টি।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমএইচবি/আরইউ