ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে ‘সিরিয়াস’ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
জিম্বাবুয়ের বিপক্ষে ‘সিরিয়াস’ বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমতো বিধ্বস্ত হয় সাকিব আল হাসানের দল।

১০৪ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচ খেলতে ইতোমধ্যেই ব্রিসবেনে পৌঁছেছে দল। সেখানে পৌঁছে অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, জিম্বায়ুয়ের বিপক্ষে ম্যাচ নিয়ে সিরিয়াস বাংলাদেশ। সিকান্দার রাজাদের অবশ্য আছে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি।

জালাল ইউনুস বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে। তিনটাতেই (ম্যাচ) আমরা খুব সিরিয়াস...আশা করি যে আমরা জিম্বাবুয়ের সঙ্গে ভুলভ্রান্তি ঠিক করে মাঠে নামব। ’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আগে থেকে কেউ তো বলতে পারে না কী ধরনের ফল হবে। কারণ নেদারল্যান্ডের সঙ্গে জেতার পর খুব হাইস্পিরিটি ছিল। কিন্তু কেন খারাপ হয়েছে সেটা বলা কঠিন। আমাদের অন্তত ১৭০+ রানের কাছাকাছি হওয়া উচিত ছিল। ’

‘কিন্তু সেটা হয়নি, কারণ মাঝখানে আবার সেই আগের মতো তিন চারটা উইকেট পড়ে গেছে। এই জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের চিন্তারও বিষয় যে তিনটা থেকে চারটা উইকেট এত দ্রুত পড়ে যাওয়ায় ব্যাটিং খারাপ হয়েছে। এটাকে কীভাবে ঠিক করা যায় সেটাই পরিকল্পনা করছি। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।