ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গতবারের রানারআপ নিউজিল্যান্ড ও এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।  

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে কিউইরা।

দুটি করে পরিবর্তন নিয়ে নেমেছে দুই দল। মার্ক চাপম্যানের জায়গায় নিউজিল্যান্ড একাদশে ঢুকেছেন ডেরিল মিচেল। অন্যদিকে বিনুরা ফার্নান্দোর জায়গায় শ্রীলঙ্কার একাদশে জায়গা পেয়েছেন কাসুন রাজিথা।

সুপার টুয়েলভে দুই ম্যাচ খেলে দুই দলেরই অর্জনের খাতায় একটি করে জয়। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে কিউইদের দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অন্যদিকে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে যান দাসুন শানাকারা।  

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, লাহিরু কুমারা এবং কাসুন রাজিথা।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডেরিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।  

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।