ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারতকে সেমিতে তুলতেই আইসিসির এমন আচরণ: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
ভারতকে সেমিতে তুলতেই আইসিসির এমন আচরণ: আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হারে বাংলাদেশ। ম্যাচ শেষ হলেও ভারতের সঙ্গে আইসিসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভেজা মাঠে জোর করে বাংলাদেশকে খেলতে নামিয়ে দেওয়ার পাশাপাশি বিরাট কোহলির ফেক ফিল্ডিং নিয়ে সমালোচনা থামছে না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বৃষ্টি শেষ হতেই বাংলাদেশকে মাঠে নামানো নিয়ে অসন্তুষ প্রকাশ করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া কোহলির ফেক ফিল্ডিং নিয়ে গণমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানও। এবার তাদের সঙ্গে একমত পোষণ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও।  

পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করে আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন। ’

আফ্রিদি জানিয়েছেন ভারতের সঙ্গে কারো খেলা থাকলে আইসিসি চাপে থাকে। নানাভাবে ভারতকে জিতিয়ে দেওয়ার কৌশল করে তারা। আফ্রিদি বলেন ‘'আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত। ’

ম্যাচ হারলেও লিটন দাসের ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস মন জিতে নিয়েছে সবার। আফ্রিদিও লিটনের প্রশংসা করতে ভুলেননি, ‘লিটন দারুণ খেলেছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। ৬ ওভার শেষে মনে হয়েছে সামনের ২-১ ওভারে বাংলাদেশ যদি উইকেট না হারায়, তাহলে তারা ম্যাচ জিতবে। সব মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে। ’

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।