ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘কোহলির ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
‘কোহলির ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশের অভিযোগ সঠিক’

ভেজা মাঠে জোর করে বাংলাদেশকে খেলতে নামিয়ে দেওয়ার পাশাপাশি বিরাট কোহলির 'ফেক ফিল্ডিং' নিয়ে ক্রিকেটবিশ্ব দুই ভাগে ভাগ হয়ে পড়েছে। এক পক্ষের দাবি, ভারতের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছেন মাঠের আম্পায়াররা।

 

আবার আরেক পক্ষ বলছে, হারের পর এসব আসলে অজুহাত ছাড়া কিছু নয়। বিশেষ করে ভারতীয় সাবেক ক্রিকেটাররা দ্বিতীয় মতটির পক্ষ নিচ্ছেন। তবে এর মধ্যে ব্যতিক্রম ভারতেরই সাবেক ওপেনার ও ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তার মতে, কোহলির ফেক ফিল্ডিং নিয়ে বাংলাদেশ দলের অভিযোগ সঠিক। এমনকি এই ফেক ফিল্ডিংয়ের কারণে ভারতের যে ৫ রানের পেনাল্টি হওয়ার কথা ছিল, তা-ও স্বীকার করে নিলেন তিনি।  

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, 'কোহলি যেভাবে থ্রো করার ভঙ্গী করছিল তাতে অবশ্যই ওটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল। আম্পায়াররা যদি বিষয়টা তখন খেয়াল করতেন তাহলে আমাদের ৫ রানের পেনাল্টি হতো এবং আমরা জিতেছি কিন্তু পাঁচ রানের ব্যবধানেই। ফলে আমরা এবার হয়তো বেঁচে গেছি, কিন্তু পরেরবার একই কাজ অন্য কেউ করলে আম্পায়ারদের আরও সাবধান হতে হবে। এখন বাংলাদেশের অভিযোগ কী সঠিক? হ্যাঁ, তারা সঠিক, কিন্তু তখন কারো চোখে পড়েনি। ফলে এখন আর করার কিছুই নেই। '

এর আগে গত ২ নভেম্ভর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের বিপক্ষে ৫ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে বৃষ্টি শেষ হতেই বাংলাদেশকে মাঠে নামানো নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায় তাকে। এছাড়া কোহলির ফেক ফিল্ডিং নিয়ে গণমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহানও। মাঠেও লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত বিষয়টি আম্পায়ার মারিয়াস এরাসমাস এবং ক্রিস ব্রাউনকে জানান। কিন্তু তখন আম্পায়াররা কোনো ব্যবস্থা নেননি।  

বাংলাদেশে দলের অভিযোগ যে সঠিক, একথা সেদিনই বলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। পাকিস্তানের ‘সামা টিভি’কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের প্রতি পক্ষপাতের অভিযোগ করে আফ্রিদি বলেন, ‘টিভিতেই দেখা গেছে সাকিব এ বিষয়ে (ভেজা মাঠ) কথা বলেছে। দেখাই যাচ্ছিল যে মাঠ ভেজা। আমার মনে হয়, ভারতের দিকে পক্ষপাত ছিল আইসিসির। তারা ভারতের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের আম্পায়াররাই কিন্তু বাংলাদেশ-ভারত ম্যাচের দায়িত্বে ছিল। ক্রিকেট বিশ্ব জানে, তারাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবেন। ’

আফ্রিদি জানিয়েছেন ভারতের সঙ্গে কারো খেলা থাকলে আইসিসি চাপে থাকে। নানাভাবে ভারতকে জিতিয়ে দেওয়ার কৌশল করে তারা। আফ্রিদি বলেন ‘'আমি জানি কী হয়েছিল। এত সময় ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি থামার পরই খেলা খুব দ্রুতই শুরু করা হয়। ভারত খেললে আইসিসি চাপে থাকে। কারণ এর সঙ্গে অনেক কিছুই জড়িত। ’

যদিও আফ্রিদির অভিযোগের জবাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি বলছেন ভিন্ন কথা। বিসিসিআই সভাপতি বলেছেন, ‘এটা ঠিক নয়। আমার মনে হয় না, আইসিসি আমাদের পক্ষ নেয়। সবাইকে সমান চোখেই দেখে আইসিসি। তাই ওই অভিযোগের কোনো সুযোগই নেই। অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি কী পেয়ে থাকি? ভারত ক্রিকেটের বড় শক্তি হতে পারে, কিন্তু সবাইকে সমান চোখেই দেখা হয়। ’

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।