ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন দুই বিতর্কিত আম্পায়ার!

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করবেন দুই বিতর্কিত আম্পায়ার!

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয় আলোচিত ইস্যু সম্ভবত আম্পায়ারিং। বিরাট কোহলির 'ফেক ফিল্ডিং' থেকে পাঁচ বলে ওভার; আম্পায়ারিং নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে।

এবার আসরের ফাইনালেও দেখা মিলবে দুই বিতর্কিত আম্পায়ারের।

আগামীকাল রোববার মাঠে গড়াবে এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। আর এই ম্যাচের জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। এর দুই অনফিল্ড আম্পায়ারকে নিয়ে এরইমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। কারণ ম্যাচটিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা আর দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।

এরাসমাস বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে নিশ্চিতভাবেই বিতর্কিত একজন। এ বিশ্বকাপেই বাংলাদেশ-ভারত ম্যাচে তুমুল বিতর্কিত হয়েছেন। বিরাট কোহলির ফেক ফিল্ডিং তিনি দেখেও না দেখার ভান করেন। আর কুমার ধর্মসেনা ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাপক বিতর্কিত হয়েছিলেন। বিশেষ করে ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিত নিউজিল্যান্ড-ইংল্যান্ড ফাইনালের শেষ ওভারে তিনি ওভার থ্রো থেকে ৬ রান দিয়েছিলেন ইংলিশদের! যা নিয়ে সেবার ব্যাপক সমালোচনা হয়েছিল।  

এবার ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ধর্মসেনার স্বদেশী রঞ্জন মাদুগালে। এছাড়া টিভি আম্পায়ার হিসেবে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।