ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘একেই বলে কর্ম’ পাকিস্তানের সাবেককে জবাব ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
‘একেই বলে কর্ম’ পাকিস্তানের সাবেককে জবাব ভারতীয় ক্রিকেটারের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। এরপর তাদের খোঁচা দিতে ছাড়েননি চিরপ্রতিদ্বন্দ্বী দেশের তারকা মোহম্মদ শামি।

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর ভারতকে নিয়ে মজা করেছিলেন শোয়েব আখতার। পাকিস্তান ফাইনাল হারের পর তাকে পাল্টা জবাব দিয়েছেন শামি।

ভারতের হারের পর একটি ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি দিয়ে টুইট করেন শোয়েব। সেটি শামি রিটুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দুঃখিত বন্ধু। একেই বলে কর্ম। ’ সঙ্গে তিনটি হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন তিনি। শামি বোঝাতে চেয়েছেন, যেমন কর্ম তেমন ফল।  

ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে গত ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। ওই ম্যাচে ৪ উইকেটে হেরে যায় পাকিস্তান। সুপার টুয়েলভ পর্যায় থেকেই পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা অপ্রত্যাশিত ভাবে হেরে যাওয়ায় হঠাৎ সেমিফাইনালে ওঠার দরজা খুলে যায় পাকিস্তানের সামনে। বাংলাদেশকে হারিয়েছে সুযোগ কাজে লাগায় তারা।  

অন্য দিকে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ওঠেন রোহিত শর্মারা। জস বাটলারদের বিরুদ্ধে ১০ উইকেটে হেরে বিদায় নিতে হয় তাদের। এরপর ভারতের নেতৃত্ব বদলের দাবি পর্যন্ত করে বসেন শোয়েব। টুইট করেও ভারতকে নিয়ে মজাও করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার। ফাইনালে সেই ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারার পরই পাল্টা জবাব দিলেন ভারতের শামি।

বাংলাদেশ সময় : ২১৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।