প্রথমবার পাকিস্তান সফরে গিয়েই ইতিহাস রচনা করলো আয়ারল্যান্ড নারী দল। তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তারা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৭ রান তোলে আয়ারল্যান্ড। ৪৬ বলে ১১ চার ও ১ ছয়ে ৭১ রানের অসাধারণ ইনিংস খেলেন ওপেনার গ্যাবি লুইস। ওপেনিংয়ে নেমে অ্যামি হান্টারের সঙ্গে ১১০ রানের জুটি গড়েন তিনি। তাছাড়া তিনে নেমে ২৩ বলে ঝড়ো ৩৭ রান করেন ওরলা প্রেন্ডারগাস্ট। পাকিস্তানের হয়ে নিদা দার, নাশরা সান্ধু ও গুলাম ফাতিমা নেন একটি করে উইকেট।
জবাব দিতে নেমে নিজেদের মাটিতে ১৩৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৫০ রান আসে ওপেনার জাভেরিয়া খানের ব্যাট থেকে। আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। আইরিশদের হয়ে ৩টি করে উইকেট নেন আর্লেন কেলি ও লরা ডিল্যানি। তাছাড়া দুটি শিকার ধরেন ইয়ান মাগুয়েরের।
ম্যাচ সেরার মতো সিরিজ সেরার পুরস্কার উঠেছে লুইসের হাতে। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু শেষ ম্যাচে গিয়ে ফের খেই হারায় স্বাগতিকরা।
এদিকে, ওয়ানডে সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২২
এএইচএস