ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আর্জেন্টিনা অন্যদের মতো ফিরে আসতে পারে না : মাশরাফি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আর্জেন্টিনা অন্যদের মতো ফিরে আসতে পারে না : মাশরাফি

আর্জেন্টিনা অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে সৌদি আরবের কাছে। ২-১ গোলের হার স্বাভাবিকভাবেই মেনে নিতে পারছেন না দলটির সমর্থকরা।

ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করা দলের এমন পারফরম্যান্স হতাশ করেছে তাদের।  

আর্জেন্টিনার বেশ বড় ভক্তই বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কষ্টের কথা জানিয়েছেন তিনিও।  

মাশরাফি লিখেছেন, ‘আর্জেন্টিনাকে সমর্থন করা সব সময় ঝুঁকি, কিন্তু কিছুই করার নেই। এই দলকেই সমর্থন দিয়ে যেতে হবে। আবার হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, এটা নতুন কিছু নয়। তবে ওদের রক্ষণের চেহারাটা আরেকবার বেরিয়ে পড়ল। ’

‘আর্জেন্টিনা কখনো অন্যদের মতো ফিরে আসতে পারে না, তা আরেকবার প্রমাণিত। ৫০ মিনিট হাতে পেয়েও গোল শোধ করতে পারে না, যেখানে অন্য দল এ অবস্থায় থাকলে ম্যাচ জিতত বা ড্র করত। চাপে আর্জেন্টিনা কখনোই ভালো দল না। ঠিক এ কারণেই ওদের খেলা নিয়ে কখনোই বড় কিছু আশা করিও না। ’

আর্জেন্টিনাকে কতটুকু পছন্দ করেন জানিয়ে মাশরাফি বলেছেন, ‘মস্তিষ্কের ভেতর ঢুকে গেছে দলটা, তাই যা কিছুই হোক দলটার সাথেই আছি। শুভকামনা পরের ম্যাচের জন্য। ’

বাংলাদেশ সময় : ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।