ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে নেই রবীন্দ্র জাদেজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
বাংলাদেশ সফরে নেই রবীন্দ্র জাদেজা

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন রবীন্দ্র জাদেজা।

এই সিরিজে জাদেজা এবং ইয়াশ দায়ালের পরিবর্তে অলরাউন্ডার শাহবাজ আহমেদ এবং পেস বোলার কুলদ্বীপ দলে ডাক পেয়েছেন।  

ইয়াশের পিঠের নীচের দিকে চোট থাকায় ছিটকে গেছেন তিনি। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাঁটুর চোট এখনও পুরোপুরি সেরে উঠেনি। তবে তিনি বিসিসিআই-এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আগামী ২৫ নভেম্বর থেকে অকল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। সেই সিরিজে কুলদ্বীপ সেন এবং শাহবাজ আহমেদকে শুরু থেকেই দলে রাখা হয়েছে। কিন্তু, এবার এই দুই ক্রিকেটারকে বাংলাদেশ সফরের জন্যও নির্বাচন করা হল। তবে নিউ জিল্যান্ড সফরে এই দুই ক্রিকেটারের বিকল্প হিসেবে আর কাউকে আলাদা করে বেছে নেওয়া হয়নি।

ভারত দল : শিখর ধাওয়ান (অধিনায়ক), ঋষভ পান্থ (উইকেটকিপার এবং সহ অধিনায়ক), শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, দীপক চাহার এবং উমরান মালিক।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।