ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের বন্দর থানার আনন্দ বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোমিন (১৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে চান্দরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন নগরের বন্দর থানার মধ্যম হালিশহর আনন্দ বাজার এলাকার আব্দুর রবের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, নগরের আনন্দ বাজার থেকে সি-বিচে যাচ্ছিল।

পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় মোমিন। এ অবস্থায় রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মরদেহের ঘরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।