ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাসজমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
খাসজমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ সরকারি জায়গা দখলমুক্ত করে বৃক্ষরোপণ।

চট্টগ্রাম: দীর্ঘদিন ধরে বেদখল থাকা সরকারি খাস জায়গা দখলমুক্ত করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরে সেখানে বনজ গাছ রোপণ করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি।

 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের দক্ষিণ পাহাড়তলীর ফতেয়াবাদ কলেজ সড়কে এ বৃক্ষরোপণ করা হয়।  

জানা গেছে, বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসনের নামে খতিয়ানভুক্ত ৯ শতক জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করা হয়েছে।

এ জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। জমিটি দখলমুক্ত করে বিভিন্ন প্রজাতির বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।  

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু রায়হান বলেন, অভিযোগের ভিত্তিতে চিকনদণ্ডী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও অফিসের সার্ভেয়ারের মাধ্যমে তদন্ত করে সত্যতা পাওয়ায় ৯ শতক জমি অবৈধ দখলমুক্ত করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। সেখানে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সরকারি জায়গা-জমি অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।