ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জব্দ করা ২৮ কেজি জাটকা পেল এতিমরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
জব্দ করা ২৮ কেজি জাটকা পেল এতিমরা ...

চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী কাঁচাবাজারে অভিযান চালিয়ে ২৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। এসময় দুইটি মামলায় তিন মাছ ব্যবসায়ী থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।  

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির।

জিমরান মোহাম্মদ সায়েক বাংলানিউজকে বলেন, দোহাজারী কাঁচাবাজার থেকে ২৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। দুইটি মামলায় তিনজন মাছ ব্যবসায়ীকে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন অনুযায়ী ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ইলিশ মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।