ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশের উদ্যোগে শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ উপলক্ষে সরাইপাড়া বঙ্গবন্ধু ক্লাবের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল।

 

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করীম। বিশেষ অতিথি ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক শেখ আরদীন তৌহিদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন,পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল প্রমুখ।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্রলীগ। পাশাপাশি দেশে শিক্ষার হার বাড়াতে, ঝরেপড়া শিক্ষার্থীর হার কমাতে ভূমিকা রাখবে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।