ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন উদ্বোধন 

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের সম্মেলন উদ্বোধন করেছেন চট্টগ্রাম বন্দর শ্রমিক ইউনিয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএসএম নজরুল ইসলাম।  

শুক্রবার (৬ জানুয়ারি) সিনেমা প্যালেস মোড়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণার পর বর্ণাঢ্য র‍্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ 

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে বক্তব্য দেন বাকবিশিস কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা অধ্যাপক উত্তম চৌধুরী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ, রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি প্রান্ত রনি।

সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।  

বক্তারা বলেন, এখনও দেশের অনেক গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

প্রায় ৭ হাজার প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকই নেই। করোনার পর প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়েছে ১৪ হাজার ১১১টি। বাংলাদেশে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে ১০ বছরে প্রায় ৫৫ ভাগ শিক্ষার্থীই ঝরে যায়। এসব শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩২ ভাগ প্রথম পাঁচ বছরে বা পঞ্চম শ্রেণিতে এবং বাকিরা পরের পাঁচ বছরে বা দশম শ্রেণি পর্যন্ত ঝরে যায়। ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৪ শতাংশের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে। এসএসসি পাসের পর এইচএসসি পর্যন্ত দুবছরে আরও ২৬ শতাংশ শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে দেয়। আর শিক্ষার মান কেমন তা এখন সবার জানা। খাতা, বই সহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে কয়েকগুণ।  

সাংস্কৃতিক পরিবেশনায় ছিল উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, রাগেশ্রী, বোধন, গণসংগীত শিল্পী মানস পাল চৌধুরী এবং কলরব৷

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।