চট্টগ্রাম: সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালিয়ে দুটি ডাম্প ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের বড় কুমিরা ঘাটগড় এলাকায় ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
জানা গেছে, ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করে সেগুলো বিক্রি করে দেয়। অভিযান পরিচালনাকালে ওই কারখানা এলাকায় একটি ডাম্প ট্রাকে বালু বোঝাই করার পর আরেকটি ট্রাকে বালু বোঝাই করা হচ্ছিলো।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, জাহাজ নোঙর করার সুবিধার্থে নাব্যতা রক্ষায় বালু উত্তোলনে বৈধতার সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড মালিক অবৈধভাবে বালুর ব্যবসা করছে। শুক্রবার রাতে মো. মহসিনের মালিকানাধীন ওডব্লিউডব্লিউ শিপ ব্রেকিং ইয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে দেওয়ার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসি/টিসি