ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ...

চট্টগ্রাম: সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার উদ্যোগে নগরীর দেবপাহাড় মসজিদ ও হযরত মোল্লা মিছকিন শাহ (রাহ.) মাজার এলাকায় অসহায়-দরিদ্র মানুষদের মাঝে ২৫০ পিস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (৬ জানুয়ারি) শীতবস্ত্র বিতরণ করেন সিআইডি, চট্টগ্রাম মেট্রো ও জেলার বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন, উপ-পুলিশ পরিদর্শক আজিমুল হক, উপ-পুলিশ পরিদর্শক আল আমিন খান, উপ-পুলিশ পরিদর্শক সুদীপ্ত নাগ হিমেল সহ সিআইডি চট্টগ্রাম মেট্রো ও জেলার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণে সার্বিক সহায়তা করে গাজীপুরের লুসাইন গার্মেন্টস।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।