চট্টগ্রাম: ফায়ার সেফটি প্ল্যান না থাকায় চট্টগ্রামে ২ প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৭ জানুয়ারি) নগরের হালিশহর এবং আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আরোপ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বাংলানিউজকে বলেন, হালিশহরে ইসহাক কন্টেইনার ডিপোতে অভিযান চালানো হয়।
এসময় ইসহাক ডিপোতে একটি লাইসেন্সবিহীন পেট্রোল পাম্প পাওয়া গেছে। এছাড়া ডিপোটি ২২ বছর ধরে ব্যবসা পরিচালনা করলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদন নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে পেট্রোল পাম্পের আবেদন করার নির্দেশ দেওয়া হয়। তাছাড়া আরেক অভিযানে নগরের বাংলাবাজারে আদিলা অ্যাপারেলস নামে একটি পোশাক করাখানায় একই ধরণের অসঙ্গতি পাওয়া গেছে। তাই প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এমআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।