ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রাম: র‍্যাগিংয়ে অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

রোববার (৮ জানুয়ারি) দুপুরে পর্যবেক্ষণকারী দলের অভিযোগের ভিত্তিতে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়। অভিযুক্ত সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জানুয়ারি রাত আনুমানিক সোয়া ১২টায় বঙ্গবন্ধু হলের ছাদে ২১তম ব্যাচ (২০২১-২২ শিক্ষাবর্ষ) চার শিক্ষার্থীকে র‍্যাগিং দেওয়ার সময় ২০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ৬ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।  

বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গঠিত পর্যবেক্ষণকারী দল (ভিজিল্যান্স টিম) কর্তৃক লিখিত অভিযোগ অনুযায়ী শোকজ করা হয়েছে।  

শিক্ষার্থীদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ শিক্ষার্থী  ইচ্ছা করলে আগামী ১১ জানুয়ারি বেলা ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে তাঁদের স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ১০ জানুয়ারি বেলা ৩টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, ২ জানুয়ারি রাতে ১ম বর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) ৪ শিক্ষার্থীকে ২০২০-২১ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী বঙ্গবন্ধু হলের ছাদে নিয়ে যান। সংশ্লিষ্ট শিক্ষকেরা ওই সময় সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।