ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উন্নত জীবনযাপনের জন্য আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
উন্নত জীবনযাপনের জন্য আ.লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে

চট্টগ্রাম: উন্নত জীবনযাপন নিশ্চিত করতে হলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৮ জানুয়ারি) রেলওয়ে শ্রমিক লীগের উদ্যোগে নগরের টাইগার পাস মোড়ে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সুদৃঢ় দেশ পরিচালনায় সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। দেশের ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর ও ভূমি পাচ্ছে।

আজ আওয়ামী লীগ সরকার পরিচালনার কারণে দেশের মাথাপিছু আয় বেড়েছে। মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মানুষ মাছে ভাতে দুবেলা দুমুঠো খেতে পারছে। তাঁরা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছে। কিন্তু এই উন্নত জীবনযাপন নিশ্চিত করতে হলে একটি সরকারের ধারাবাহিক গতিশীলতা প্রয়োজন।  

আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে সরকারের ধারাবাহিক গতিশীলতা আরও বেগবান হবে। স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় বসলে দেশের সমস্ত উন্নয়ন পরিকল্পনা ভেস্তে যাবে। তারা বাংলাদেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করবে। দেশের উন্নয়ন অগ্রগতির চাকা থমকে দাঁড়াবে।  
                                                 
এতে রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে চার শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।  

রেলওয়ে শ্রমিক লীগের দপ্তর সম্পাদক এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম, বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, কাউন্সিলর জহুরুল আলম জসিম, নগর শ্রমিক লীগের সহসভাপতি কামাল উদ্দিন, শেখ ফরিদ, মিরন হোসেন মিলন, মামুনুল হক মামুন, জহির উদ্দিন, রাশেদুল ইসলাম মিথুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।