চট্টগ্রাম: শীতের কষ্টটুকু দূর করতে তাদের কেউ কেউ চটের বস্তা জড়িয়েছেন গায়ে। কেউ বা আবার শীতের তীব্রতাকে মেনে নিয়েই পড়েছেন ঘুমিয়ে।
নগরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, তীব্র শীতে জড়োসড়ো হয়ে শুয়ে আছেন অসহায়রা। একটু উষ্ণতা পেতেই অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন বহুতল ভবনের করিডোরে। শুধু মানুষ নয়, এ শীতে আরও করুণ দশা মুনিবহীন কুকুরদেরও। উষ্ণতার ছোঁয়া নিতে রাস্তার পাশে শুয়ে থাকা ছিন্নমূল মানুষ গুলোর পাশেই আশ্রয় নিয়েছেন কুকুররা।
ফুটপাতে শুয়ে থাকা পঞ্চাশোর্ধ মোহাম্মদ এখলাস নামে এক ব্যক্তি জানান, গত কয়েকদিন ধরে শীত বেশি পড়েছে৷ আমাদের যখন ঘর বাড়ি নাই বাধ্য হয়ে ফুটপাতে আশ্রয় নিতে হয়। দুই দিন আগে একব্যক্তি একটি কম্বল দিয়ে গেছে। সেটা জড়িয়ে শুয়ে আছি। কিন্তু এ কম্বলও শীত মানছে না।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশ বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ কমে আসতে শুরু করেছে। তবে শেষ রাতের দিকে শীতের তীব্রতা বাড়বে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এসএস/পিডি/টিসি