ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবির ২৩৮ আসন ফাঁকা, প্রকাশ করা হবে ৫ম মেধাতালিকা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
চবির ২৩৮ আসন ফাঁকা, প্রকাশ করা হবে ৫ম মেধাতালিকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চারবার মেধা তালিকা প্রকাশের পরও এখনো ফাঁকা রয়েছে ২৩৮টি আসন। এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।

তিনি বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরিচালনা কমিটির ১৩তম সভায় এ শিক্ষাবর্ষে ভর্তির ৫ম মেধা তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছু আসন ফাঁকা থাকায় জানুয়ারির মধ্যেই নতুন মেধা তালিকা প্রকাশ করে এ ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।