ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মেয়াদ শেষের ৬ বছর পর পদত্যাগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
মেয়াদ শেষের ৬ বছর পর পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সিন্ডিকেটের বিভিন্ন ক্যাটাগারিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ধরে। ফলে আগের নির্বাচিত প্রতিনিধিরাই এখনও দায়িত্ব পালন করছেন সিন্ডিকেটে।

এবার মেয়াদ শেষ হওয়ার ৬ বছর পর নির্বাচন না হওয়ায় চবির সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তিনি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত এ সিন্ডিকেট সদস্য গত ২০১৫ সাল থেকে ছিলেন এ পদে।  

পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ বলেন, আমি ২০১৫ সালে থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমার সদস্য পদের মেয়াদ ছিল ২০১৭ সাল পর্যন্ত। কিন্তু দীর্ঘদিন সিন্ডিকেট নির্বাচন না হওয়ায় আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে সিন্ডিকেট সদস্য ছিলাম। তাছাড়া মেয়াদ শেষ হওয়ার পর প্রায় ৬ বছর কেটে গেছে। তাই আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে সিন্ডিকেট থেকে পদত্যাগ করেছি।

এদিকে, পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হলেও গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৪০তম সিন্ডিকেটের বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্যের জেরে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে চবির একাধিক সূত্র।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।