ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রাম: জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে হাটহাজারী পৌরসভার এগার মাইল এলাকার আলাউল ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে জ্বালানি তেলের ১টি অকটেন ও ৩টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বাংলানিউজকে বলেন, পরিমাপে তেল কম দেওয়ায় হাটহাজারীর একটি ফিলিং স্টেশন থেকে জরিমানা আদায় করা হয়েছে।

অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বিএসটিআই'র ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম ও হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।