ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরসে ১০ দিনের কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ওরসে ১০ দিনের কর্মসূচি

চট্টগ্রাম: মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হজরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৭তম বার্ষিক ওরস উপলক্ষে ১০ দিনব্যাপি কর্মসূচি পালন করা হবে।  

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) ব্যবস্থাপনায় এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিআইআরআই) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাবধানে ১৩ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ জানুয়ারি ফ্রি মেডিকেল ক্যাম্প ও টেলিমেডিসিন সেবা প্রদান; ১৫ জানুয়ারি দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ এবং প্রবাসী সদস্যদের পুনর্মিলনী ও তাসাউফ সংলাপ; ১৬ জানুয়ারি শিক্ষা উৎসব ২০২৩, বিজ্ঞান প্রযুক্তি মেলা ও বিজ্ঞান বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড; ১৭ জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে গাউছিয়ত নীতি স্মারক গ্রন্থ প্রকাশ, ছোটদের সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী বই প্রকাশ, আল বয়ান লিমা ইউশগিলুল আযহান বাংলা প্রকাশ, বেলায়েতে মোতলাকা ইংরেজী ভার্সন প্রকাশ, জ্ঞানের আলো প্রকাশ ও সকল বইয়ের ই-ভার্সন প্রকাশ; ১৮ জানুয়ারি ক্লীন এন্ড গ্রীন কর্মসূচী ও খলিফায়ে গাউছুল আজম ও অন্যান্য দরবারের আওলাদগণের উপস্থিতিতে তাসাউফ সংলাপ; ১৯ জানুয়ারি রক্তদান কর্মসূচি, ব্লাড ডোনার্স পুনর্মিলনী ও সেমিনার; ২১ জানুয়ারি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ; ২২ জানুয়ারি শিক্ষক সমাবেশ ও সানডে ইনভাইটেড টক; ২৩ জানুয়ারি হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর (ক.) এঁর মাজার শরীফে গিলাফ চড়ানো, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও মোনাজাত এবং ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী সম্বলিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, মিলাদ, তাওয়াল্লোদে গাউছিয়া, জিকির ও আখেরী মোনাজাত।  

১৫ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি প্রতিদিন বাদে মাগরিব থেকে অনুষ্ঠিত হবে পবিত্র খতমে কোরআন শরীফ, হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এঁর জীবন, কর্ম শিক্ষা ও তাসাউফ ভিত্তিক আলোচনা ও মাইজভাণ্ডারী ছেমা মাহফিল এবং জ্ঞান ভাণ্ডার পাঠাগারের কুইজ প্রতিযোগিতার বিজয়ী সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

এছাড়াও ১০ দিনব্যাপি চলবে ডিআইআরআই আন্তর্জাতিক ফটো এওয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে নির্বাচিত ছবি প্রদর্শনী।  
  
প্রতিবছরের মতো এবছরও ওরসে বাংলাদেশের বিভিন্ন এলাকা ছাড়াও ভারত, মিয়ানমার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, চায়না, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমানসহ নানা দেশ থেকে অসংখ্য ভক্তরা অংশ নেবেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।