চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ৭ রেস্টুরেন্ট মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত নগরের ষোলশহর, মুরাদপুর ও দুই নম্বর গেট এলাকায় এ অভিযান চালানো হয়।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভুমি) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, এসব এলাকার ১০টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করার দায়ে ৭টি রেস্টুরেন্টের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অপরদিকে বিপ্লব উদ্যানের ফুডকোর্টগুলো পরিচালনার জন্য জেলা প্রশাসনের কোনও লাইসেন্স দেখাতে পারেনি। প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে এক সপ্তাহের মধ্যে লাইসেন্স সংগ্রহ করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন এবং খাবারের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সকল রেস্টুরেন্টক মালিককে নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বিই/পিডি/টিসি