ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে: আ জ ম নাছির 

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আগেই বাস্তবায়ন হয়েছে। এখন তার লক্ষ্য বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশে পরিণত করা।

সেই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রজ নেতাকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করতে হবে। কথায় নয় নেতাকর্মীদেরকে কাজের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশের মাইলস্টোন স্পর্শ করতে হবে।
 

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাগরিকা চৌরাস্তার মোড় চত্বরে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

মহানগর ছাত্রলীগের সংগঠক শহীদুল আলম আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আসলাম সওদাগর, ডা. মো. আরিফুল আমিন, শেখ আবদুল মান্নান, আলমগীর আলম, জিয়াউল হক খসরু, রেজাউল করিম ভুট্টু, পংকজ মহাজন, মো. ফারুক সুজিত দাশ, সুমন দেবনাথ, চৌধুরী জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মো. মনসুর আলী চৌধুরী, মো. দিদারুল আলম, মো. আমির খসরু, মো. কামাল উদ্দিন, মো. মুকিত, সৌমেন ঘোষ, মঞ্জুরুল আলম বাপ্পী, রফিকুল ইসলাম রুবেল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।