চট্টগ্রাম: ডবলমুরিং থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক মহানগর বিএনপির সদস্য ও চিটাগং রিকন্ডিশন ইঞ্জিন অ্যান্ড মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (২০ জানুয়ারি) ভোর ছয়টায় সাতকানিয়া মৈশামুড়া গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিবৃতিতে তিনি বলেন, শামসুল আলমের মতো ত্যাগী, দক্ষ ও সাহসী নেতা অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দলের জন্য ছিলেন নিবেদিতা প্রাণ। তার মৃত্যুতে দল একজন সাহসী যোদ্ধাকে হারালো।
বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
পিডি/টিসি