ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কাজীর দেউড়িতে বিএনপি’র ৪ কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
কাজীর দেউড়িতে বিএনপি’র ৪ কর্মী আটক ...

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে থেকে বিএনপি’র ৪ কর্মীকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে তাদের আটক করা হয়।

তবে পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

 যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল আয়োজন করেছিল মহানগর বিএনপি। এ উপলক্ষে সেখানে সমবেত হন দলীয় নেতা-কর্মীরা। পরে কার্যালয়ের বাইরে ৪ কর্মীকে পুলিশ আটক করার ভিডিওচিত্র ধারণ করার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেয় পুলিশের এক সদস্য।  

এ বিষয়ে পুলিশের কোনও কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।  এনটিভির ক্যামেরাপারসন সুমন গোস্বামী বলেন, বিএনপি’র কর্মীদের আটক করার সময় পুলিশ আমার ক্যামেরার মেমোরি কার্ড কেড়ে নেয় এবং খারাপ ব্যবহার করে।

মহানগর বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস বলেন, দোয়া মাহফিল শেষ হতে না হতেই পুলিশ অভিযান শুরু করে। এসময় বেশ কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।