ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

চট্টগ্রাম: পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্বাচন স্থগিত করা হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) পটিয়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবেদনের প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

পটিয়া প্রেসক্লাবে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার অভিযোগ এনে বৃহস্পতিবার পটিয়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে বৈষম্যবিরোধী আন্দোলন পটিয়া উপজেলার পক্ষ থেকে লিখিত অভিযোগটি দেন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।  

বিষয়টি নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘শান্তি শৃংখলা অবনতি হওয়ার আশংকা দেখা দেয়ায় ১৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পটিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।