ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী পুরাতন সেইল ডিপো এলাকায় ৩৬২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পতি বিভাগ।

রোববার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পতি কর্মকর্তা মাহবুবউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়। অভিযানে সেমিপাকা, পাকা ও টিনশেডের ৩৬২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বিতাড়িত করা হয় ১ হাজার ৫০ জন অবৈধ দখলদারকে।  

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম রানা।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা সুজন চৌধুরী বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকা থেকে এক দশমিক ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। রেলওয়ের অবৈধ দখলকৃত জায়গা উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।