ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের জার্সি উন্মোচন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের জার্সি উন্মোচন 

চট্টগ্রাম: অনুষ্ঠেয় সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) নগরের একটি রেস্টুরেন্টে জার্সি উন্মোচন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ।

ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটির সভাপতি শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে এবং পরিচালক ও সিজেকেএস কাউন্সিলর আবদুর রশীদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জসিমমুল আনোয়ার খান, মো. সালাউদ্দিন, আব্দুল কাদের, দিদার উল আলম, ওয়াহিদুল আলম শিমুল, আ ন ম মিনহাস উদ্দিন, লায়ন আসাদ হোসেন, ছাদেদুল আলম মিল্টন, মো. শরিফুজ্জামান, পলাশ কান্তি ধর, মো. আব্দুল মান্নান, কামরুজ্জামান, আবু তাহের জাবেদ, জালাল উদ্দিন, সজীব আনোয়ার ইভেন, ফরমান উল্লাহ কুতুবী, কোচ তপন দত্ত, অধিনায়ক মমিনুল হক সৌরভসহ ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।