চট্টগ্রাম: বাঁশখালীতে ইট তৈরিতে কৃষি জমির মাটি ও পোড়াতে কাঠ ব্যবহার করায় ইটভাটা মালিক মো. আজিজুল হককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের গাজী ব্রিকসে এ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, বিভিন্ন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
বিই/পিডি/টিসি