ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সাবেক বুয়েটিয়ানদের  মিলনমেলা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
চট্টগ্রামে সাবেক বুয়েটিয়ানদের  মিলনমেলা ...

চট্টগ্রাম: বুয়েট ক্লাব চট্টগ্রামের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘চাটগাঁয় বুয়েট মিলনমেলা’।  

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল প্রাঙ্গণে আয়োজন করা হয় এ মিলনমেলা।

বিকেল ৩টা থেকে আনন্দ উৎসবে মেতে ছিলেন বুয়েট ১৯৬৫ ব্যাচ থেকে ২০১৬ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।  

শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এতে অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এবং বুয়েটের সিনিয়র অ্যালামনাইগণ।

অনুষ্ঠানে বিভিন্ন পর্বে ছিল স্মৃতিচারণ, শিশু-কিশোরদের পরিবেশনা। পরে এলামনাইগণকে তাদের দীর্ঘ কর্মজীবনে অবদানের স্বীকৃতি স্বরূপ স্মারক ক্রেস্ট দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।