ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ বালু উত্তোলন, এক লাখ ঘনফুট বালু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
অবৈধ বালু উত্তোলন, এক লাখ ঘনফুট বালু জব্দ

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ১১টি স্তুপে প্রায় ১ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া ছড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের জায়গা সুরক্ষিত রাখতে নিয়মিত টহল জোরদারসহ সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা  হয়। জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাতগড় রেঞ্জ কর্মকর্তা শাহ আলম, এসআই সত্যজিত,  ইউএলও চুনতিসহ বন বিভাগ, পুলিশ এবং  আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।