ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে চট্টগ্রামের যেসব কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে চট্টগ্রামের যেসব কলেজ

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৮টি কলেজে জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে।  

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ২০২২ সালের ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

 

বোর্ডের দেওয়া তথ্যে জানা যায়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৬৭টি কলেজে ৯৩ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে ১৮টি কলেজ।

 

কলেজগুলো হলো- প্রথম হাজী মোহাম্মদ মহসিন কলেজ, দ্বিতীয় চট্টগ্রাম সিটি কলেজ, তৃতীয় চট্টগ্রাম কলেজ, চতুর্থ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পঞ্চম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, ৬ষ্ঠ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, সপ্তম হাজরা তজু ডিগ্রি কলেজ, অষ্টম বাকলিয়া সরকারি কলেজ, নবম কক্সবাজার সরকারি কলেজ, দশম পটিয়া সরকারি কলেজ, এগারো তম নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বারো তম ক্যাটনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, তেরো তম চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দ তম বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ, পনেরো তম ইস্পাহানি পাবলিক কলেজ, ষোল তম হাটহাজারী কলেজ, সতেরো তম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আটারো তম গাছবাড়িয়া সরকারি কলেজ।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৬৭টি কলেজে ৯৩ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে চট্টগ্রামের ১৮টি কলেজ।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।