ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদারবাড়ীতে মুকুল মেলা ক্রিকেট টুর্নামেন্ট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
মাদারবাড়ীতে মুকুল মেলা ক্রিকেট টুর্নামেন্ট 

চট্টগ্রাম: নগরের মাদারবাড়ী মুকুল মেলা ক্লাবের উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত টেনিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় মহিউদ্দীন মামুন স্মৃতি দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।  

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সদরঘাট থানার মাদারবাড়ী মাঠে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের।

 

প্রধান অতিথি ছিলেন সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী।  

মুকুল মেলা ক্লাবের সভাপতি আলী রায়হান বাপ্পার সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রাজীব মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী বক্স, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সোহেল সরওয়ার, আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের সভাপতি সাংবাদিক ইমরান এমি, আলো সিঁড়ি ক্লাবের সভাপতি নাহিদ মুরাদ মুন্না, মাদারবাড়ী ডেয়ারডেভিলস ক্রিকেট ক্লাবের সভাপতি আলী আজম, মুকুল মেলার সাবেক সভাপতি আব্দুল্লাহ ফারুক নোবেল, মন্জুর আলম।

উপস্থিত ছিলেন ইমন, ফারিয়াল, নিহাল, ফারহান, জাকির, প্রান্ত, শোভন, পাভেল, শিহাব।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে আলো সিঁড়ি ক্লাব বনাম রেডিমসন।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।