ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
লোহাগাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ নামের এক ট্রাক চালকের সহকারি নিহত হয়েছেন। মফিজ ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের মিঠার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ৫ জন আহত হন।

 

দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক জব্দ করেছি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।