ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কারাদণ্ডপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
কারাদণ্ডপ্রাপ্ত দম্পতি গ্রেফতার

চট্টগ্রাম: বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মগোপনে চলে যাওয়া এক দম্পতিকে গ্রেফতার করেছে কোতেয়ালী থানা পুলিশ।  

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে বন্দর থানার কমিশনার গলি ওয়াসিল চৌধুরী পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, একই এলাকার ওয়াসিল চৌধুরী ছেলে শিবুপদ সিকদার ও তার স্ত্রী আন্না সিকদার ।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গ্রেফতার আন্না সিকদার ও শিবুপদ সিকদার ২০১৮ সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়।

কিন্তু ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে আদালত শুনানি শেষে ২০২২ সালে আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।  

তিনি আরও বলেন, আসামিরা কারাদণ্ড থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। রোববার রাত দেড়টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দম্পতির বিরুদ্ধে ৬টি সিআর কারাদণ্ড ও ২টি সিআর গ্রেফতারি পরোয়ানামূলে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।