চট্টগ্রাম: বাঁশখালীর সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় একটি স্ক্যাভেটর ও মাটি ভরতি তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, অভিাযানে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জসিম উদ্দিন হায়দারের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় একটি স্ক্যাভেটর ও মাটি ভরতি তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্ক্যাভেটর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. দিদারুল আলমের জিম্মায় দেওয়া হয়। আটক ডাম্পার জব্দ করে উপজেলায় রাখা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
বিই/পিডি/টিসি