ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিশ্ব ভালোবাসা দিবস আর সুন্দরবন দিবস যখন এক সঙ্গে, তখন সুন্দরবনকে ভালোবাসার আহ্বান জানিয়ে র‍্যালি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবেশ সংসদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে থেকে এ র‍্যালি শুরু করে সংগঠনটি।

 

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ ঘুরে চবির আলাওল হলের সামনে বৃক্ষরোপণ করে। চলতি বছরের ১৪ জানুয়ারি চবির ২৪ জন শিক্ষার্থীর উদ্যোগে শুরু হয় এ সংগঠনের যাত্রা।

প্রতিষ্ঠাতাদের একজন চবির পদার্থবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোজাম্মেল রাকিব বাংলানিউজকে বলেন, এক মাস আগে জানুয়ারির ১৪ তারিখে আমরা এ উদ্যোগ নিয়েছিলাম। এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপটিতে ৬০০ জন মেম্বার রয়েছে। দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যনির্বাহী একটি কমিটি করবো।  

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। বাংলাদেশের পরিবেশ আইন বাস্তবায়ন ও সে বিষয়ে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। পরিবেশের যেকোনও বিপর্যয়ে আমরা কথা বলতে চাই। আজ ভালোবাসা দিবস, এটা সবাই জানে। অথচ সুন্দরবন দিবসের বিষয়ে সবাই জানে না। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। আসুন সুন্দরবনকে রক্ষা করি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।