ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় জরিমানা  ...

চট্টগ্রাম: হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বাংলানিউজকে বলেন, সরেজমিন পরিদর্শনে দেখা যায়- একটি এক্সকেভেটর ও একটি ড্রাম ট্রাক দিয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযানের তথ্য পেয়ে তারা পালিয়ে গেলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে ২ জনকে আটক করা হয়।

জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet