ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শুলকবহর ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
শুলকবহর ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

চট্টগ্রাম: নগরে এশিয়ান প্রিমিয়ার লীগ অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে ব্ল্যাক ডোভিলস ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।  

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে নগরের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের এশিয়ান হাউজিং সোসাইটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে ট্রাইবেকারে ৩-১ গোলে হোমস ফিল্ডস ক্লাবকে হারিয়ে জয় লাভ করেন ব্ল্যাক ডোভিলস ক্লাব।

পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর ল্যাফটেনেন্ট কমান্ডার মোহাম্মদ আফতাব উদ্দিন, হাউজিং সোসাইটির সভাপতি রফিক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, পিএইচপি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম কর্মকর্তা সৈয়দ মাহমুদ রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোমেনুল ইসলাম।  

আওয়ামীলীগ নেতা সাজ্জাদ আলী খান বাহাদুর সভাপতিত্বে টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন মো. তৈয়ব, মো. সাজ্জাদ হোসেন, মো. রিপন আহমেদ, মো. সোহেল, মো. নজরুল, মো. আলমগীর, শাহরিয়ার আরাফাত সম্রাট, ওমর কাইয়েম পারভেজ, জিয়াউদ্দিন আহমেদ, আনোয়ার ছাফা, হোসাইন মো. এরশাদ, আবু হেনা মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন তুষার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।