চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুারালে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এন এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া ষ্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, এমএ ইন ইংলিশ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মাহমুদা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীতে নিজের ভাষা প্রতিষ্ঠার জন্যে রক্তদানকারী জাতি হিসেবে বাঙালি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
পিডি/টিসি