ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুয়াশার কারণে চট্টগ্রামের তিনটি ফ্লাইট নামলো ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
কুয়াশার কারণে চট্টগ্রামের তিনটি ফ্লাইট নামলো ঢাকায় ঘন কুয়াশায় চট্টগ্রামে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট।

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি তিনটি ফ্লাইট।  

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ফ্লাইটগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় যাত্রীদের নিয়ে এসব ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।  

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বাংলানিউজকে জানান, ইউএস বাংলার দোহা-চট্টগ্রাম রুটের ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় চট্টগ্রামের আকাশে আসে।

কিন্তু ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেরে ঢাকা চলে যায়। পরে সকাল ১০টা ৫৪ মিনিটে ১৫০ যাত্রীসহ নিরাপদে চট্টগ্রামে অবতরণ করে।  

সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটের ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে বেলা ১১টা ১৮ মিনিটে ২০৩ জন যাত্রীসহ চট্টগ্রামে অবতরণ করে।  

ইউএস বাংলার মাস্কাট-চট্টগ্রাম রুটের আরেকটি ফ্লাইট সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ১২টা ২৬ মিনিটে ১৭৫ যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে আসে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।