ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ম্যারাথন আয়োজনে আদালতের নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
চবিতে ম্যারাথন আয়োজনে আদালতের নিষেধাজ্ঞা ছবি প্রতীকী

চট্টগ্রাম: রান বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ম্যারাথন আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।  

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হাটহাজারী সহকারী জজ মুজিবুর রহমান আদালতের এই আদেশ দেন।

এর আগে চবিতে ম্যারাথন আয়োজন স্থগিত চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম ফজলুল হক রাসেল বাদী হয়ে আদালতে আবেদন করেন।  

আবেদনে বিবাদী করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ম্যারাথন আয়োজনকারী সংগঠন রান বাংলাদেশের রেস ডিরেক্টর সাজনান মোহাম্মদ, ইভেন্ট ডিরেক্টর এমএ আশেক চৌধুরী, প্রোগ্রাম ডিরেক্টর সাজেদুল হাসান ও মো. ইমতিয়াজ আহমেদ।

 

একইসঙ্গে এই ম্যারাথন আয়োজনের বিরুদ্ধে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আদালত নোটিশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ হাসান মুরাদ।  

তিনি বলেন,  আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। চবির সিএসিই বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ম্যারাথন আয়োজনের অনুমতি নেয়। কিন্তু করোনার কারণে ওই সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আয়োজন স্থগিত হয়। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু হলো, তখন সিএসই এলামনাই অ্যাসোসিয়েশন পুনরায় এই ম্যারাথন আয়োজনের উদ্যোগ নেয়। এর মধ্যে রান বাংলাদেশ নামে একটি সংগঠন বিশ্ববিদ্যালয়কে ভুল তথ্য দিয়ে ম্যারাথন আয়োজনের অনুমতি গ্রহণ করে। যেহেতু সিএসই এলামনাই অ্যাসোসিয়েশন আগে থেকেই ম্যারাথন আয়োজনের অনুমতি নিয়েছিল, এই প্রোগ্রামটি তাদেরই ব্রেইন চাইল্ড। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের আপত্তি লিখিতভাবে জানিয়ে বিষয়টি সুরাহা না করে তড়িঘড়ি করে রান বাংলাদেশ নামের সংগঠনটিকে ম্যারাথন আয়োজনের অনুমতি প্রদান আদালতের কাছে সন্দেহজনক মনে হওয়ায় আদালত এই ম্যারাথন আয়োজনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।