ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর ...

চট্টগ্রাম: হাটহাজারীতে বাসের ধাক্কায় জিন্নাতুন নেসা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চৌধুরীহাট এলাকায় শাহজালাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাতুন নেসা পাঁচ মেয়ে ও দুই ছেলেকে নিয়ে থাকতেন শাহজালাল আবাসিক এলাকায়। তার স্থায়ী বাড়ি নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চরহাসান গ্রামে।

রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। সকালে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সত্যতা পাই।  

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় শহরের দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো-১১-১১০১) ধাক্কা দিলে ছিটকে পড়েন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।