ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে সাংবাদিকের বাসায় চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
চান্দগাঁওয়ে সাংবাদিকের বাসায় চুরি ছবি প্রতীকী

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার ফরিদার পাড়া এলাকায় এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে লিটন টাওয়ারের তৃতীয় তলায় প্রথম আলোর সহ সম্পাদক ইফতেখার ফয়সালের বাসায় এ ঘটনা ঘটে।

এ সময় একটি নতুন ল্যাপটপ ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।  

সাংবাদিক ইফতেখার ফয়সাল বলেন, আমার স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন।

সকাল দশটায় বাসার দরজায় তালা দিয়ে অফিসে যাই। রাত ৮টার দিকে ফিরে দেখি বাসার মূল দরজার তালা ভাঙা। ভেতরে আলমারি, ওয়ারড্রোবসহ সব তছনছ করা। বাসার সব জিনিসপত্র এখনো খুঁজে দেখতে পারিনি। এখন পর্যন্ত একটি ল্যাপটপ, নগদ টাকাসহ বেশকিছু মালামাল পাচ্ছি না। বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। পুলিশের একটি দল এসে দেখে গেছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নিবো। এ ঘটনায় আমি বিস্মিত ও নিরাপত্তাহীনতা বোধ করছি।

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, সাংবাদিকের বাসায় চুরির খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ বিষয়ে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।