ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাছিরাবাদে ফুটবল টুর্নামেন্টে আদর্শপাড়া একতা বন্ধু ক্লাব চ্যাম্পিয়ন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
নাছিরাবাদে ফুটবল টুর্নামেন্টে আদর্শপাড়া একতা বন্ধু ক্লাব চ্যাম্পিয়ন  ...

চট্টগ্রাম: নাছিরাবাদ আদর্শ পাড়া লাভার্স আয়োজিত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্টে আদর্শ পাড়া একতা বন্ধু ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (০৪ মার্চ) রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে ১-০ গোলে কিংস অব ফাইভ স্টার ক্লাবকে হারিয়ে তারা জয়ী হন।

৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের পলিটেকনিক্যাল কলেজ মাঠে ফাইনাল খেলার পর পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নটরাজ দাশগুপ্ত। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

পঙ্কজ দে এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সুবির রন্জন চক্রবর্তী।  

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা দীনবন্ধু দাশগুপ্ত, মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দেলু, সুজিত দাশ, মোহাম্মদ নুরুজ্জামান, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি নাজমুল হাসান রুমি, ঊষা রন্জন ভৌমিক, শ্যামল দাশ, রনি দাশ, বিশ্বজিত দে, দেবরাজ দাশগুপ্ত, স্ট্যালিন দে।

বক্তব্য দেন ইয়াছিন ভুইয়্যা, রিমন পাঠান, সালামত উল্ল্যাহ মানিক, নুর উদ্দিন মানিক, অমিত দেব, জয় দে, সত্যজিৎ দে, সন্জয় দাশ, অপূর্ব দে, অনিক রুদ্র, জয়ন্ত দে।  

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অর্জুন দে আকাশ, সেরা গোলরক্ষক নির্বাচিত হন লিটু মজুমদার। শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।